ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে তার পরিবার ও ভারতের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাতে তারেক রহমানের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে তিনি এই সমবেদনা জানান।
ড. মনমোহন সিংয়ের অকাল প্রয়াণে তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভারতবাসী গভীর শোকাহত। তার অবদান শুধুমাত্র ভারতের জন্য নয়, বরং গোটা বিশ্ব রাজনীতিতেও একটি অনন্য নজির। বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মনমোহন সিংয়ের পাশাপাশি দাঁড়ানো একটি
ছবি দিয়ে তারেক রহমান লিখেন, ড. মনমোহন সিংয়ের প্রয়াণে একটি সোনালি অধ্যায়ের শেষ হয়েছে, যা রাজনৈতিক সততা, প্রজ্ঞা এবং উদারনৈতিক আদর্শে সমৃদ্ধ ছিল। তার অভূতপূর্ব নেতৃত্ব, অর্থনৈতিক সংস্কারের প্রতি গভীর অনুরাগ এবং আঞ্চলিক সহযোগিতার প্রতি অঙ্গীকার তাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে। তার প্রয়াণে পরিবার,বন্ধুবান্ধব এবং ভারতের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
এদিকে মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।