দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেজন্যই তার দল দ্রুত নির্বাচনের কথা বলছে । তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপিও সংস্কার চায় । কিন্তু সংস্কারের কথা বলে দিনের পর দিন একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির ( জাগপা) আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়, একথার ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় আগেও আমরা ছিলাম। আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাবো। কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না।
মির্জা ফখরুল বলেন, ‘‘আমি আবারো বলছি, প্রফেসর মুহাম্মদ ইউনুসের এই অন্তবর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যেটা চাই যে, তারা সফল হোক এবং এজন্য সমস্ত রকম সহযোগিতা করতে আমরা তৈরি আছি।”
‘‘ সবচেয়ে বেশি অনুরোধ করব, দ্রুত করে নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে সমস্যাগুলোর সংকট বাড়তেই থাকবে এবং আমাদের স্বাধীনতা-সার্বভৌ্মত্ব বলেন, বর্ডার সমস্যা বলেন, সাবোটজ করার যে সমস্ত সব ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো কমানো যাবে না।”
মির্জা ফখরুল আরও বলেন, আপনারা সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নাই। একই সাথে এটাও চাই, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকুক। বাংলাদেশে যে অস্থিরতা আছে সেটা কমে যাবে, যদি একটি নির্বাচিত সরকার আসে। নির্বাচিত সরকার মানে শক্তিশালী সরকার। এই কথাটা আমাদের মনে রাখতে হবে।