সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশকে ৪ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ভারতকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দামি দল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমের খেলা নিয়ে যা জানাল বিসিবি কয়েক দশকের অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে সাদপন্থি মুখপাত্র মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে লন্ডন-যুক্তরাষ্ট্রে সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার, মা-ছেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে গেল ভারত হামজায় দেশের ফুটবলের সুদিন ফিরবে, আশা ক্রীড়া উপদেষ্টার দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় বরণ করতে প্রস্তুত

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী ড. ইউনূসের মেয়ে নন

  • সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৩.৫৪ পিএম
  • ৪৯ জন

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন এক নারী। কিন্তু সামাজিকমাধ্যমে ওই নারীর ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, মেয়েটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস। আওয়ামী লীগের লোকজন ব্যাপকভাবে এটি প্রচার চালাচ্ছে সামাজিকামাধ্যমে।

শুধু তাই নয় ভারতীয় ইউটিউব চ্যানেল বঙ্গটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির আইনজীবী নাজিয়া এলাহি খানকেও একই দাবি করতে দেখা যায়।

তবে সামাজিকমাধ্যমে গুজব এবং অপতথ্য নিয়ে কাজ করা রিউমর স্ক্যানার মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, মদ্যপ ওই নারী আদৗে ড. ইউনূসের মেয়ে নন।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস নন।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে “Transparency Bodycam” নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের গত ২৮ আগস্টে “Drunk Woman Crashes her Car After a Breakup in Verona, New Jersey” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির শুরু থেকে প্রথম দিককার কিছু অংশের সাথে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

ইউটিউব চ্যানেলটির বিষয়ে জানা যায়, এটি পুলিশের শরীরে পরিধানকৃত ক্যামেরায় ধারণকৃত নানা ভিডিও প্রকাশ করে থাকে। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, আটককৃত নারী তার নাম মনিকা ইউনূস বলে জানান৷ পাশাপাশি তিনি জানান তার জন্ম নিউইয়র্কে এবং তিনি একজন পুয়ের্তো রিকান। তিনি তার প্রেমিকার সাথে ব্রেকআপ করে মদ্যপান করে আসছিলেন বলেও জানান তিনি। ভিডিওটির বর্ণনা অংশ থেকে জানা যায়, ঘটনাটি ২০২২ সালের ১৬ এপ্রিল রাত ২ টা ৩১ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ভেরোনাতে ধারণকৃত এবং পরবর্তীতে ২০২২ সালের মে মাসে কোর্ট তাকে দোষী হিসেবে সাব্যস্ত করে জরিমানাসহ আরো কিছু পদক্ষেপ নিতে নির্দেশ করেছিল।

অপরদিকে ড. ইউনূসের কন্যা মনিকা ইউনূসের ওয়েবসাইট থেকে জানা যায়, তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নয় বরং, বাংলাদেশের চট্টগ্রামে। তাছাড়া, আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন’কে চলতি বছরের জানুয়ারি মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি আমেরিকার নাগরিক তবে তার জন্ম বাংলাদেশে। তিনি নিজেকে পুয়ের্তো রিকান বলে দাবি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য যে, পুয়ের্তো রিকো কোনো সার্বভৌম দেশ বা ভূখণ্ড নয়, এটি একটি ইউএস টেরিটোরি, এবং পুয়ের্তো রিকোতে জন্মগ্রহণ করা নাগরিক আমেরিকান নাগরিক বলে গণ্য হন তবে সাংস্কৃতিক কারণসহ নানা কারণে অনেকেই নিজেকে পুয়ের্তো রিকোন বলেও দাবি করেন। তবে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের মতো একজন নাগরিকের হুবহু সমান অধিকার তারা পায় না, যেমন পুয়ের্তো রিকো থেকে তারা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে না।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, মনিকা ইউনূস সমকামীর সমর্থক কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।  তবে, নিউইয়র্ক টাইমসসহ একাধিক গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তিনি ২০০৯ সাল থেকেই ব্র্যান্ডন ম্যাকরেনল্ডস নামে একজন ওপেরা গায়ককে বিয়ে করে সংসার করছেন।  উল্লেখ্য যে, মনিকা ইউনূস নিজেও একজন ওপেরা গায়িকা।

এতে বলা হয়, তাছাড়া, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মনিকা ইউনূস আটক হওয়ার বিষয়ে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পাশাপাশি, মনিকা ইউনূসের সাথে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীর মুখমণ্ডলের তুলনা করলেও মিল পাওয়া যায়।  যা অধিকতর নিশ্চিত করে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারী ড. মুহাম্মদ ইউনূস কন্যা মনিকা ইউনূস নন।

শেষে আরো বলা হয়, সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কন্যা মনিকা ইউনূস মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com