আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্মরণ করছেন নেটিজেনরা।
কবি লিখেছেন, ‘লাল সালাম; লাল মওলানা। তোমার চিন্তামণি আমাদের একত্র হওয়ার আলো দান করে। ১৭ নভেম্বর তাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী।’
প্রকাশক লিখেছেন, ‘আমি খেটে খাওয়া মানুষের কথা বলি, মওলানা ভাসানী। শ্রদ্ধা।’