মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

‘খুনি হাসিনার দেশে থাকা দোসররা এখনো ষড়যন্ত্র করছে’

  • সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১১.৩৯ এএম
  • ১৯ জন

জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও দেশে থাকা তার দোসররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য ছাত্রদলসহ বিএনপির সহযোগী ও অঙ্গ-সংগঠন সব সময় প্রস্তুত রয়েছে।

 

রোববার সন্ধ্যায় রাণীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজিত রাণীনগর বিএনপির মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। এ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী, পেটুয়া বাহিনীরা ছাত্রদলসহ বিএনপির প্রায় ৪ শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে।এর বিচার এ দেশের মাটিতেই হবে।

রাণীনগর উপজেলার নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদল সভাপতি বলেন, নওগাঁ জেলার মাটি বিএনপির ঘাঁটি- তা আপনারা রাণীনগর উপজেলার নেতাকর্মীরা বিগত আন্দোলন সংগ্রামে প্রমাণ করেছেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল যৌথভাবে কাজ করবেন। আপনাদের নীতি আদর্শ দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেবেন। জনগণের ভোটের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করবে।

রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেনের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নওশাদুজ্জান নওশাদসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com