কুষ্টিয়ার সিমান্ত এলাকায় পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৪ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের ইনসাফনগর এলাকা থেকে একটি দেশিয় পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে চিলমারী বিওপির সদস্যরা। তবে কোন আসামি আটক করতে পারেনি তারা।
অপরদিকে একই সময় উপজেলার ইনসাফনগরের ক্রোফডনগর স্কুল এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাজাসহ আল মামুন ইমন (২২), রাজিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২৪) নামের তিন যুবককে আটক করে মহিষকুন্ডির আশ্রয়ন বিওপির সদস্যরা। এ সময় লাবু ফকির (৩৫) ও ফয়সাল মন্ডল (৪০) নামের দুই আসামি পালিয়ে যায়।
পরে রাত ৯টার দিকে ডাংমড়কা বিজিবি চেক পোষ্ট এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ রাশীদুল ইসলাম (৩৫) নামের এক যুবকে আটক করে মহিষকুন্ডি বিওপির সদস্যরা।
শুক্রবার রাতে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, আটক আসামিসহ উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকসহ অন্যান্য মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। যার বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আউয়াল কবির বলেন, পৃথক মামলা হয়েছে। আসামি ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে।