মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

তারেক রহমানের হাত শক্তিশালী করতে নেতাকর্মীরা বদ্ধপরিকর

  • সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১০.০৫ এএম
  • ১৮ জন

শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীরা বদ্ধপরিকর বলে জানিয়েছে জাপান শাখা বিএনপির নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যে নির্দেশনা দেবেন সে নির্দেশনা বাস্তবায়ন করার জন্য জাপান বিএনপি সবসময় প্রস্তুত থাকবে বলেও জানিয়েছে তারা।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জাপান শাখা বিএনপির পক্ষে সভাপতি মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক এমদাদ ইসলাম মনি এ কথা বলেন।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান ও জাপান বিএনপির বিরুদ্ধে কিছু বিপদগামী, পদলোভী কতিপয় ব্যক্তি মিথ্যা-ভুয়া, বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদ ও নিন্দা জানান এই দুই নেতা।

তারা বলেন, কিছু বিপদগামী, পদলোভী কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শাকিরুল ইসলাম খান (শাকিল) এবং জাপান বিএনপিকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে, মিথ্যা-ভুয়া, বানোয়াট একটি সংবাদ সম্মেলন করেন। শাকিরুল ইসলাম খান ২০০৪ সাল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে জাপানে বসবাস করে আসছেন এবং দক্ষতার সঙ্গে রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত করে আসছেন। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. শাকিরুল ইসলাম খান শাকিলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে দেন এবং এশিয়ান প্যাসিফিক অঞ্চলীয় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব প্রদান করেন। তারই ধারাবাহিকতায় শাকিরুল ইসলাম জাপান বিএনপির সাংগঠনিক সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত হন এবং বর্তমান জাপান বিএনপির আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, কিছু ব্যক্তিগত বিছিন্ন ঘটনা রাজনীতিতে টেনে এনে চরম মিথ্যাচার করা করেছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। কতিপয় ব্যক্তির মধ্য থেকে ২/৩ জন ব্যতীত কেউ কোনো সময় জাপান বিএনপির কমিটিতে ছিল না এবং জাপান বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিল না। গত ৫ আগষ্টের পর দেশের রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এ ধরনের নোংরামি করে যাচ্ছে। এমনকি বিগত ১৭ বছর যাবৎ স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। শাকিরুল ইসলাম খান ও জাপান বিএনপির আংশিক পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে তা সম্পূর্ণই ভিত্তিহীন।

দুই নেতা আরও বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত করার সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কেন্দ্র থেকে অতি দ্রুত সময়ের মধ্যে জাপান বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়ে আসবে বলে আশা করছি।  বিপদগামী-পদলোভী কতিপয় ব্যক্তিদের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি সত্যিকারের শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে থাকেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকেন তাহলে মূলধারায় ফিরে আসার আহবান জানাচ্ছি। জাপান বিএনপিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাংগঠনিকভাবে কঠিন সিদ্ধান্ত নিবে বাধ্য হবো।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com