বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নেই যুবদল সভাপতি

  • সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৯.০৮ এএম
  • ১৯ জন

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, মানুষের ওপর কোনো অন্যায় অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছর আওয়ামী লীগ মানুষের সাথে যেটা করেছে- আওয়ামী লীগের সব কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।

রোববার জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে আয়োজিত সাম্য ও মানবিক সমাজ নির্মাণে দিক-নির্দেশনামূলক যৌথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সভায় আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, এই যশোরে আওয়ামী লীগের গুন্ডাতন্ত্রের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন শাহীন চাকলাদার। একজন উপজেলা চেয়ারম্যান হয়ে শাহীন চাকলাদার সারা বাংলাদেশে অনেক কুখ্যাতি অর্জন করেছিল। অনেক অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে দুজন ধনী উপজেলা চেয়ারম্যান ছিলেন একজন যশোর সদরের শাহীন চাকলাদার অন্যজন কেরানীগঞ্জের শাহীন। শাহীন চাকলাদার অবৈধ উপার্জনের টাকায় যশোরসহ ঢাকায় জাবের নামে দৃষ্টিনন্দন হোটেল করেছিলেন।

যুবদল সভাপতি প্রশাসনের উদ্দেশ্যে অবিলম্বে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, বিগত দিনে এই যশোরে যারা গণতান্ত্রিক আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের গ্রেফতার করুন। একই সাথে পালিয়ে থাকা যশোরে যুবলীগ, ছাত্রলীগের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের খুঁজে বের করুন। পাশাপাশি বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে দলীয় নেতাকর্মীদের হত্যা, খুন, জখম করেছে তাদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

বিডি হলে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।

যৌথসভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com