বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

হাসিনা-কাদের-শামীমসহ ১০৭ জনের নামে হত্যা মামলা

  • সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫.০৪ পিএম
  • ২৩ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রফিকুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। মামলায় আরও ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় দুই সাংবাদিক সাব্বির আহমেদ সুবীরকে ৩০ নাম্বার ও তার স্ত্রী সনি আক্তার সুচিকে ১৬ নাম্বার আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আদালতের নির্দেশে এ মামলাটি নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে নিহত রফিকুল ইসলামের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলাটির আবেদন করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের হীরাঝিল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ১, ২ ও ৩নং আসামির নির্দেশে আসামিরা ভিকটিমকে পরপর দুটি গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে ঘটনাস্থলে থাকা লোকজন উদ্ধার করে সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। এরপর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com