সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

পাহাড় ও সমতলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর‌তে হ‌বে

  • সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৪৬ পিএম
  • ১৭ জন

পাহাড়ে যে অন্যায় অত্যাচার ও নির্যাতন হয়েছে তা কোন ভাবেই কাম্য নয়। পাহাড়ে বসবাসরত সবাই বাংলাদেশী। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। পাহাড় ও সমতলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাহাড়ে উদ্বুদ্ধ সমস্যা শীঘ্রই সমাধান করতে হবে। একইস‌ঙ্গে সারাদেশে ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। মোরাল পুলিশিং, সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শনিবার দুপু‌রে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশব্যাপী যে মব কিলিং চলছে তা বন্ধ করতে হবে। আমরা চেয়েছিলাম, এমন বাংলাদেশ যে বাংলাদেশে সবাই হাতে হাত রেখে একসঙ্গে বাংলাদেশ গড়ে তুলবে। হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের বিপদে সহযোগিতা করবে। কিন্তু তা হচ্ছে না। আজকে মাত্র ৪০ দিনের ব্যবধানে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। কারণ দেশব্যাপী অন্যায় অত্যাচার ও জুলুম নিপীড়ন আগের মতো শুরু হয়েছে। দেশে এখনো ফ্যাসিস্ট আচরণ বিদ্যমান রয়েছে।

বক্তারা আরও বলেন, শুধু নারীদের পর্দা আছে পুরুষের পর্দা নাই? যেখানে সেখানে নারীদের অপমান অপদস্থ করা হচ্ছে। নারী যদি কোন অপরাধ করে থাকে তাহলে দেশে আইনের শাসন আছে। দেশে নিয়মনীতি আছে। সেই অনুযায়ী তার বিচার হবে। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সেই ক্ষমতা কাউকে দেওয়া হয় নি। নারীরা আজ ও অবহেলিত।

আপনারা লক্ষ্য করবেন, সমন্বয়ক থেকে শুরু করে সব জায়গায় নারীদের পিছনে ঢেলে দেওয়া হচ্ছে। অথচ জুলাই বিপ্লবে নারীরা সবসময় পুরুষের ঢাল হয়ে দাঁড়িয়েছে। জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না মরার কারণ হচ্ছে নারীরা ঢাল হয়ে দাঁড়িয়েছে। শত শত মানুষের রক্তের বিনিময়ে এই দেশে নতুন করে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। অথচ আজ বিশ্ববিদ্যালয়গুলোতে মব কিলিং হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেখা গেলো কে মেরেছে সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কে মেরেছে? দেখা গেলো সমন্বয়ক। তাহলে আমাদের এই স্বাধীনতা কি বিতর্কিত হচ্ছে না! এই সব কিলিং বন্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। আমাদের খুব করে জানতে ইচ্ছে করছে ‘রাষ্ট্র, আপনি আর কতোদিন পর আবির্ভুত হবেন!’

মানববন্ধনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, মব কিলিং, সাইবার বুলিংয়ের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। এই রাষ্ট্র প্রতিটি নাগরিকের অধিকার ও জীবন ব্যবস্থা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র সংস্কার ও পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ একটা সাম্যের রাষ্ট্র গঠন করুন। নাগরিকদের অধিকার নিশ্চিত করুন। নারীদের অধিকার আদায়ে সোচ্চার হোন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্নিগ্ধা রেজওয়ানা, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার বিউটি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুস্মিতা রায় প্রমুখ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com