সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

আম্বানিদের কর্মচারীর প্রেমে অনন্যা! মুখ খুললেন অভিনেত্রী

  • সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.০৫ পিএম
  • ৪৭ জন

প্রায় দুবছরের সম্পর্ক। মুম্বাই থেকে স্পেন কিংবা লন্ডন– দেশে, বিদেশে সব জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডেকে। আচমকাই বদলে গেল সবটা। সম্পর্কে ছন্দপতন! শোনা গেল, গত মার্চ মাসেই ভেঙে গিয়েছে তাদের সম্পর্ক। যদিও এর মধ্যেই নাকি নতুন বসন্ত এসেছে অনন্যার জীবনে। নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী! পেশায় সাবেক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোকে নাকি মন দিয়েছেন অনন্যা। শুধু তাই তাই নয় ওয়াকার আম্বানিদের কর্মচারীও। নিজের প্রেম জীবন নিয়ে কী বললেন অভিনেত্রী?

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ ক্রুজ পার্টিতেই নাকি সেই মনের মানুষের সঙ্গে প্রথম দেখা অনন্যার। ঘনিষ্ঠ সূত্রের কথায়, ‘ক্রুজ পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। তাদের পরস্পরকে ভালো লেগেছে। বর্তমানে দুজন দুজনকে জানার ও বোঝার চেষ্টা করছেন। দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত তিনি।’ এ বার নিজের মনের মানুষের কথা সকলে জানালেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার সঙ্গী কেমন হবেন সে কথা জিজ্ঞেস করতেই অনন্যা বলেন, ‘সে যেন রহস্যময় হয়। কারণ, আমিও যে রহস্যময়ী।’এ ছাড়া অনন্যা জানান, তার প্রেমিক এমন কেউ হবেন যিনি তাকে হাসাতে পারবেন। তার সব থেকে কাছের বন্ধু হবেন। পাশপাশি অনন্যাকে নিজের কাজে উৎসাহও দেবেন।

সম্প্রতি অনন্যার ওয়েব সিরিজ ‘কল মি বে’ ওটিটি-তে মুক্তি পেয়েছে। সেই সিরিজ নিয়ে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন ওয়াকার। ‘কল মি বে’-র পোস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে ওয়াকার লিখেন, ‘হেই বে’। এই পোস্ট দেখেই নেটাগরিকদের অনুমান, অনন্যা-ওয়াকার কি সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন? সব শেষে অনন্যা বলেন, ‘আমি এমন একজন যে প্রেমে পড়লে সকলকে চিৎকার করে জানাতে পারি। তবে উলটো দিকের মানুষটার কথাও খেয়াল রাখতে হয়। আমরা যতটা প্রচারের আলোতে থাকি। সে হয়তো তেমনটা নাও পছন্দ করতে পারে।’ তা হলে কি নিজের মনের কথাটা বলেই ফেললেন চাঙ্কি-কন্যা!

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com