দেশের আনাচে-কানাচে আর শহর থেকে নগরজুড়ে বিস্তৃত স্বাস্থ্য খাত সচল রাখতে অধিদপ্তরের বেশির ভাগ পদক্ষেপ নেওয়ার কাজগুলো গুছিয়ে দেন মাঝারি স্তরের কর্মকর্তারা। তেমনই এক কর্মকর্তা অধিদপ্তরে আসছেন না কয়েকদিন ধরে। সরকার পতনের পরের তিন দিন না এলেও অন্তর্বর্তী সরকার কাজ শুরুর পর তিনিসহ অন্য কর্মকর্তারা আসা শুরু করেন। গত মঙ্গলবার মোবাইল ফোনে ওই কর্মকর্তা হেনস্তার ভয়ে নাম নামপ্রকাশ না করার অনুরোধ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তার কথা চিন্তা করে ১৪ অগাস্টের পর থেকে আর অফিসে যাচ্ছেন না তিনি। বাসায় বসে কিছু কাজ করার চেষ্টা করছেন।
আগের দিন সোমবার স্বাস্থ্য উপদেষ্টার সামনে অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের হেনস্তার পর তিনি আরও ভয়ে আছেন।