বিডিআর হত্যার নেপথ্যে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের দায় আছে বলে জানিয়েছেন বিদ্রোহ মামলায় জোয়ানদের আইনজীবী মো. সুলতান মাহমুদ। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিডিআর বিদ্রোহ মামলায় অন্তত ৪শ’ জোয়ানের পক্ষের এই আইনজীবী এ কথা বলেন।
এর আগে, বিডিআর বিদ্রোহ নিয়ে ১৫ বছর পর মুখ খোলেন সেসময়ের সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ। গত সপ্তাহে নিজের ইউটিউব চ্যানেলে প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সরকারের কাছে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন জেনারেল মইন। সাবেক সেনাপ্রধানের বক্তব্যের পর শুরু হয় এ নিয়ে আলোচনা। দাবি ওঠে পুনরায় তদন্তের।
এ প্রসঙ্গে আইনজীবী সুলতান মাহমুদ বলেন, ব্যর্থতা ঢাকতেই এখন অসংলগ্ন কথা বলছেন মইন ইউ আহমেদ। বিডিআর সদস্যদের মামলা পরিচালনা করতে গিয়ে এই আইনজীবী জানতে পারেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটনার আগেই বিডিআরের কয়েকজন সদস্য বৈঠক করেন ফজলে নূর তাপসের সঙ্গে। হত্যার নেপথ্যে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বিডিআর বিদ্রোহ মামলা পরিচালনা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়তে হয় তাকে। শুধু বাসা পরিবর্তন করতে হয় ৩৪ বার। মামলা পরিচালনা করতে গিয়ে মানসিক নির্যাতনের কথাও জানান তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। বিডিআরের বিদ্রোহে ওই সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়।
সূত্রঃ যমুনা টিভি