ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে নতুন করে পুরস্কারের অঙ্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল নতুন ঘোষণায় পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়েছে। শুক্রবার তৃতীয় মেয়াদে মাদুরোর শপথ গ্রহণের দিনই এই ঘোষণা দেওয়া হয়। বিবিসি এ খবর জানিয়েছে।
মাদুরো ছাড়াও ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোকে গ্রেফতারেও পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্য ১৫ মিলিয়ন ডলারের নতুন পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ব্রিটেনও ভেনেজুয়েলার ১৫ জন শীর্ষ কর্মকর্তা, বিচারক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, এসব কর্মকর্তা গণতন্ত্র ধ্বংস, আইনের শাসন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।
পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মাদুরোর শাসন ব্যবস্থাকে প্রতারণাপূর্ণ বলে অভিহিত করেছেন।
মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ভেনেজুয়েলার বিরোধী নেতারা তীব্র সমালোচনা করেছেন।
ভেনেজুয়েলার বিরোধী দল দাবি করেছে, গত বছরের বিতর্কিত নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। মাদুরো মাত্র ৩০ শতাংশ ভোট পেয়েছেন।
স্বতন্ত্র পর্যবেক্ষক সংস্থা কার্টার সেন্টার এবং কলম্বিয়ার ইলেকটোরাল মিশন, এমনকি সিএনএন-এর বিশ্লেষণ অনুযায়ী বিরোধীদের দাবিকৃত ফলাফল সঠিক। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ গঞ্জালেজকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এডমুন্ডো গঞ্জালেজ এখন নির্বাসনে রয়েছেন। শুক্রবার ডমিনিকান রিপাবলিকে তিনি অবস্থান করছিলেন বলে জানা গেছে। তিনি মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে কারাকাসে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
শপথ গ্রহণের আগে ভেনেজুয়েলা কলম্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ ও ফ্লাইট স্থগিত করে।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি জাতীয় পরিষদের ছোট একটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আগে প্রধান কক্ষে এসব অনুষ্ঠান আয়োজন করা হতো।