বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের উপদেষ্টা হিসেবে ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) আহসান উল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার নিয়োগ পেয়ে তিনি উপদেষ্টা পদে যোগদান করেছেন।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম বিষয়ে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হযেছে।
জানা যায়, বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুরকে সহায়তা করবেন উপদেষ্টা আহসান উল্লাহ।
গত ৪ সেপ্টেম্বর দেশের ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ ব্যাংক তিনটি টাস্কফোর্স গঠন করবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন।
তিনি জানিয়েছেন, ‘ব্যাংক খাতের উন্নয়নে নন-পারফর্মিং লোন (এনপিএল) ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের স্ট্রেনদেনিং প্রজেক্ট ও লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইস্যুতে তিনটি টাস্কফোর্স গঠন করা হবে বলে আমাদের জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।’
এর পরপরই ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করে বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংক সংস্কার ও শক্তিশালীকরণে গভর্নরের উপদেষ্টা পদে আহসান উল্লাহকে নিয়োগ দেওয়া হলো। নিয়মিত অবসরের পর তিনি কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা পদে কাজ করেছেন এবং কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) শিক্ষকতার সঙ্গে যুক্ত হন।