মেলবোর্নে সম্ভাব্য টেস্ট অভিষেকের আগে দারুণ আত্মবিশ্বাসী স্যাম কনস্টাস। জাসপ্রিত বুমরার বোলিংয়ের ভিডিও দেখে বাড়তি চাপ নিতে চান না তিনি। বরং প্রথমবারের মতো বিশ্বের সেরা বোলারদের একজনের মুখোমুখি হওয়ার আগে ১৯ বছর বয়সি ওপেনার বললেন, তিনি প্রস্তুত।
ভারতের পেস আক্রমণের সেনাপতি বুমরাকে সামলানোর চ্যালেঞ্জেই অস্ট্রেলিয়া বেছে নিয়েছে কনস্টাসকে। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টে ব্যর্থ নাথান ম্যাকসুয়েনির জায়গায় শেষ দুই টেস্টের দলে নেওয়া হয়েছে তাকে। চলতি সিরিজে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন বুমরা।
প্রথম তিন টেস্টে ১০.৯০ গড়ে ৩১ বছর বয়সি পেসারের শিকার ২১ উইকেট। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টে একাদশে সুযোগ পেলে কনস্টাসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বুমরাকে সামলানো।
তার আগে এই তরুণ বললেন, পরিস্থিতি নিয়ে খুব বেশি ভাবছেন না তিনি, ‘আমি বুমরাহর বোলিংয়ের ভিডিও খুব বেশি দেখব না। তবে চ্যালেঞ্জ নিতে এবং তার মুখোমুখি হতে রোমাঞ্চিত আমি। সাধারণত আমাদের অ্যানালিস্ট প্রতিটি বোলারকে নিয়ে ধারণা দিয়ে থাকেন। আমি হয়তো তা পড়েছি।’
গত অক্টোবরে শেফিল্ড শিল্ডের ম্যাচে জোড়া সেঞ্চুরি করে সাড়া ফেলে দেন কনস্টাস। পরে ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল টেস্টে খেলেন ৭৩ রানের ইনিংস। এরপর ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার’স একাদশের হয়ে সেঞ্চুরি। ওই শতক থেকে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন তিনি।