রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

করাচি থেকে আসা পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

  • সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ২.৪৫ পিএম
  • ৮৭ জন

পাকিস্তানের করাচি বন্দর থেকে আসা জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ভিড়েছে।

রোববার দুপুর আড়াইটায় এটি এনসিটি ইয়ার্ডে ভিড়ে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসা জাহাজে আমদানি পণ্য ছিল ৩২৮ টিইইউএস। ৩৮ দিনের মাথায় রোববার দ্বিতীয় ট্রিপে এর তিনগুণের কাছাকাছি কনটেইনার নিয়ে এসেছে জাহাজটি। এতে ৮২৫ টিইইউএস কনটেইনার রয়েছে।

এর মধ্যে সরাসরি করাচি থেকে আসে ৭১১ টিইইউএস কনটেইনার। এসব কনটেইনারে রয়েছে ভোগ্যপণ্য, গার্মেন্টস এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের মালামাল।

জানা গেছে, জাহাজটিতে থাকা ৮২৫ টিইইউএস কনটেইনারের মধ্যে ২৮৫ টিইইউএস কনটেইনারে পরিশোধিত চিনি, ১৭১টি কনটেইনারে ডলোমাইট, ১৩৮ কনটেইনারে সোডা অ্যাশ, ৪৬ কনটেইনারে পোশাক শিল্পের কাপড়ের রোল, ২০ কনটেইনারে আখের গুড়, ১৮ কনটেইনারে আলু ও ২০ কনটেইনারে পুরোনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে জাহাজটিতে বোঝাই করা কনটেইনারে খেজুর, লুব অয়েল, মার্বেল পাথরসহ বিভিন্ন পণ্য নেওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, পণ্যগুলো খালাসের পর জাহাজটি ১২শ টিইইউএস পণ্য বোঝাই ও খালি কনটেইনার নিয়ে আগামীকাল চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com