বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন দ. কোরিয় প্রতিরক্ষামন্ত্রী

  • সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ৩৪ জন

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন বুধবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে তার দেশের নাগরিকের কাছে ক্ষমাও চেয়েছেন হিউন।

সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন।

এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আর বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানানো হয়।

প্রধান স্টাফ চুং জিন-সুকের নেতৃত্বে সিনিয়র কর্মকর্তারা এক বৈঠকে সর্বসম্মতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

রাজনৈতিক অস্থিরতা

দক্ষিণ কোরিয়ায় অভূতপূর্ব মার্শাল ল ঘোষণার পরই মূলত এই পদত্যাগের ঘটনাগুলো ঘটল। মঙ্গলবার দেশটিতে মার্শাল ল জারির সঙ্গে সঙ্গেই তা সংসদে বাতিল করা হয়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট অস্থির হয়ে পড়ে।

প্রেসিডেন্ট ইউন মঙ্গলবার রাতে ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্শাল ল কার্যকর করেন। তবে ৩০০ আসনের সংসদে ১৯০ জন আইনপ্রণেতা তার এই পদক্ষেপের বিপক্ষে ভোট দিলে তাকে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়।

প্রধানমন্ত্রী হান ডাক-সু’র সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সংসদের সিদ্ধান্ত মেনে নিয়ে ইউন তার মার্শাল ল প্রত্যাহার করেন। সূত্র: সিনহুয়া ও মেহের নিউজ এজেন্সি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com