শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার তহবিলের মেয়াদ ও আকার বাড়ানোর প্রস্তাব দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে তহবিলের আকার বাড়িয়ে ৩০০ কোটি টাকা ও এর মেয়াদ আগামী ৫ বছরের জন্য বাড়াতে অনুরোধ করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এই মনসুরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ প্রস্তাব দেন। একই সঙ্গে শেয়ারবাজার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের নীতি সহায়তাও চেয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ সভায় শেয়ারবাজার উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
শেয়ারবাজারে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্যোগে ২০২০ সালে ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর পাশাপাশি তহবিলের আকার বৃদ্ধির কথা বলা হয় বিএসইসির পক্ষ থেকে।
বৈঠকে সরকারি খাতের ভালো কোম্পানিগুলোর শেয়ার বাজারে আনার পাশাপাশি বহুজাতিক ও ভালো মৌলভিত্তির কোম্পানি বাজারে আনতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো যাতে ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারকেও বেছে নেয়, সে বিষয়ে নীতিমালা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন সিন্ধান্ত দেওয়া হয়নি। বিষয়গুলো পরবর্তীতে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।