ইসরাইলের ক্রমাগত হামলায় লেবাননে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। অনলাইন টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, শনিবার লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। এতে গত দুই মাসে তেল আবিবের হামলায় নারী এবং শিশুসহ ৩ হাজার ৬৭০ লেবানিজ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণায়।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে নিহতের পাশাপাশি অন্তত ৫৮ জন গুরুতর আহত হয়েছেন। যাতে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৩ জনে। লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার নামক জেলায় ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে দুই লেবানিজ নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারী একটি দলকে লক্ষ্যবস্তু করে এই হামলা করেছে ইসরাইল। যাতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে বৈরুতে ইসরাইলের হামলায় ২০ জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন ৬৬ জন। ইসরাইলি বোমার আঘাতে গুড়িয়ে যাওয়া অবকাঠামোর ভিতর থেকে হতাহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।