রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

চীনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৭ জনের প্রাণহানি

  • সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬.০২ পিএম
  • ৩৯ জন

 

চীনের মধ্যবর্তী হুনান প্রদেশে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বেইজিং-ভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় ভোর ৫টা ২ মিনিটে। হুনানের ঝাংজিয়াজি শহরের সাঙঝি কাউন্টির একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে।

আগুন নেভানোর পর উদ্ধার অভিযানে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

চীনের মতো জনবহুল দেশে অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। গত মাসে আনহুই প্রদেশের হুয়ানান শহরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে জিয়াংজি প্রদেশের জিনইউ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়।

চীনের শহরাঞ্চলে পুরোনো বাড়ি ও নিরাপত্তা সরঞ্জামের অভাব অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর অন্যতম কারণ। সরকার এ ধরনের দুর্ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগ নিলেও তা বারবার ঘটছে।

চীনে এ ধরনের ঘটনা অগ্নি-নিরাপত্তার প্রতি আরও বেশি গুরুত্বারোপের প্রয়োজনীয়তা তুলে ধরছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com