রোনালদো কী তাহলে নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন? এটাই এখন বিরাট প্রশ্নের। সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য তাকে খুব আশা দেখাতে পারছে না। তাই তো এক হাজার গোলের কথা উঠতে-ই জোর গলায় কিছু বলতে পারলেন না সিআর সেভেন। রোনালদো যোগ করেন, ‘আমি বলেছি, এক হাজার গোল স্পর্শ করতে চাই। আমি ৯০০ গোল স্পর্শ করেছি। দেখা যাক আগামী কয়েক বছরে আমার পা কীভাবে প্রতিক্রিয়া জানায়।’
রোনালদোর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। দুই বছর পর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। রোনালদো কি তাহলে পর্তুগালের জার্সিতে আরেকটি বিশ্বকাপ খেলবেন না? কিংবা ক্লাব ক্যারিয়ারের কী হবে? রোনালদো অবশ্য অতশত ভাবছেন না তার কথাতেই পরিস্কার, ‘যদি আমি হাজার গোলে পৌঁছতে পারি সেটা ভালো। যদি না পারি তবে এরপরও আমিই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’
আগামী ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে আরও অনেক রেকর্ড গড়ার মালিক হতে পারবেন রোনালদো। ফিট থাকলে যে সেই বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে তার ইঙ্গিতও দিয়েছেন এফপিএফের সভাপতি ফার্নান্দো গোমেস, ‘২০ বছরেরও বেশি সময় ধরে পর্তুগিজ জাতীয় দলে কাজ করেছেন তিনি। পর্তুগিজ দলের প্রতিনিধিত্ব করার জন্য যদি এমন কেউ থাকেন যে ভালোবাসার পরিচয় দিয়েছেন, তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একজন অ্যাম্বাসেডর যিনি জার্সি অনুভব করেন এবং পর্তুগালকে অনুভব করেন।’