বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

হিজবুল্লাহর পালটা আক্রমণে শতাধিক ইসরাইলি সেনা নিহত

  • সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৬.১১ পিএম
  • ১৩৩ জন

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পালটা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং ১,০০০ সেনা আহত হয়েছে। লেবাননে ইসরাইলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পালটা আক্রমণ হিসেবে এসব হামলা চালায়।

মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরাইলি বসতি এলাকা, বিশেষ করে জাবাল আমিল অঞ্চলের আল-মালকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হিজবুল্লাহর অপারেশন রুম জানায়, তাদের যোদ্ধারা ‘অপারেশন খায়বার’ সিরিজের অংশ হিসেবে ৭০টি সফল মিশন পরিচালনা করেছে।

লেবাননের সশস্ত্র বাহিনীটি আরও জানায়, তাদের ড্রোন ইসরাইলের টিবেরিয়াস উপজেলার একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। যার ফলে ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

হিজবুল্লাহ আরও জানায় যে, মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরাইলের মাআলত-তারশিহা, সাফেদ এবং হাইফা শহরকেও লক্ষ্যবস্তু করেছে। সূত্র: ইরনা

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com