রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ

  • সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫.০২ পিএম
  • ১১৯ জন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারতে বাংলাদেশ দল সব প্রচেষ্টাই যেন করেছে! প্রথমে বাজে ব্যাটিং, পরে বাজে বোলিংয়ের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়েছে দল। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর আইসিসির কাছ থেকেও দুঃসংবাদ পেল মেহেদী হাসান মিরাজের দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৪৪ রান কম নয়। বেশ ভালো চ্যালেঞ্জিং স্কোর। তবে বাংলাদেশ ব্যাটিং করার সময় যেখানে মনে হয়েছিলো আউটফিল্ড খুব স্লো, সেখানে আফগানিস্তান ব্যাট করার সময় আউপফিল্ড অনেক ফাস্ট। সে সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠা রহমানউল্লাহ গুরবাজ আর আজমতউল্লাহ ওমরজাই তো রয়েছেনই। এই দুই মারকুটে ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই ৫ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় আফগানিস্তান। এমন হারের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। একসময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা দলটা ধারাবাহিক ব্যর্থতার কারণে এখন নেমে গেছে ৯ নম্বরে। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে আফগানরা উঠে গেছে ৮ নম্বরে।

৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ, দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই জয়ে পেয়েছে এক পয়েন্ট। দুই দলেরই পয়েন্ট এখন ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে।

 

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।

 

-যায়যায়দিন

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com