বোলিংয়ে এসেই সফল মোস্তাফিজুর রহমান। পরপর দুই ওভারে আফগানিস্তানের প্রথম সারির ৩ তারকা ব্যাটসম্যানকে ফেরালেন মোস্তাফিজ।
অষ্টম ওভারে বোলিংয়ে এসেই রহমত শাহকে ফেরান মোস্তাফিজ। ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে সাদিকুল্লাহ অটল ও আজমত উল্লাহকে ফেরান কাটার মাস্টার।
১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে আফগানরা।
আফগান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এই গতিময় পেসারের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ।
তাসকিনের ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। ১.৫ ওভারে দলীয় ৭ রানে ফেরেন গুরবাজ। তার আগে ৭ বলে এক বাউন্ডারিতে করেন ৫ রান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল।
বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।