মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

টেস্ট থেকে অবসরের ইঙ্গিত দিলেন রোহিত

  • সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ২.৫৮ পিএম
  • ২৫ জন

ভারতের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফর শেষে কি দুটোই থাকবে নাকি একটি? এই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক কৃঞ্চমাচারি শ্রীকান্ত।

অস্ট্রেলিয়াতেও রোহিতের রানখরা না কাটলে তিনি টেস্ট ছাড়তে পারেন বলে মনে করেন শ্রীকান্ত। কোহলিও রানখরা কাটাতে না পারলে? শ্রীকান্ত মনে করেন, ক্রিকেটের কুলীন এ সংস্করণ থেকে কোহলির সরে দাঁড়ানোর বিষয়ে ভবিষ্যদ্বাণী করা একটু আগেভাগে হয়ে যায়। অর্থাৎ সময়টা এখনো আসেনি।

শ্রীকান্ত বলেন, রোহিত শর্মা ভালো করতে না পারলে আমার মনে হয়, সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি–টোয়েন্টি তো আগেই ছেড়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না।

রোহিতকে নিয়ে শ্রীকান্ত তার ইউটিউব শোতে বলেছেন, ‘১০০ ভাগ। আপনাকে আগেই ভেবে রাখতে হবে (ভারত যদি অস্ট্রেলিয়ায় ভালো করতে না পারে)। রোহিত শর্মা ভালো করতে না পারলে আমার মনে হয়, সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি–টোয়েন্টি তো আগেই ছেড়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না।’

তবে রোহিত যে টেস্টে রানে ফেরা নিয়ে ভাবছেন, তার একটি ইঙ্গিতও ধরতে পেরেছেন ৬৪ বছর বয়সী শ্রীকান্ত। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হারের পর রোহিত ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে নিজের ভুল স্বীকার করেছেন। এটাকেই ইঙ্গিত বলে মনে করে শ্রীকান্তের ভাষ্য, ‘রোহিত শর্মার অন্তত কলিজা আছে। গোটা সিরিজে বাজে অধিনায়কত্ব ও খারাপ খেলার ব্যাপারটি স্বীকার করে নেওয়ার জন্য তাকে টুপি খোলা অভিনন্দন। এটা অসাধারণ। কোনো খেলোয়াড়ের ছন্দে ফেরার এটা প্রথম ধাপ। ভুল স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষের এটা অন্যতম গুরুত্বপূর্ণ গুণও। সে সবার সামনে এটা স্বীকার করেছে এবং তার অর্থ হলো ছন্দে ফেরার পথেই আছে। আমি এটাই মনে করি।’

কোহলিকে নিয়ে শ্রীকান্ত বলেছেন, ‘আমার মতে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় (রানে ফেরা) শুরু করবে। অস্ট্রেলিয়াই তার জায়গা এবং আমার মতে, এটাই তার শক্তি। কোহলিকে নিয়ে এখন এসব (টেস্ট ছাড়া) কথা একটু আগেভাগেই হয়ে যায়। আমি এটা মানব না। বিরাট কোহলির হাতে অনেক সময় আছে।’

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ২২ নভেম্বর পার্থে শুরু হবে প্রথম টেস্ট।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com