মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে মিরাজ

  • সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৫.৫৬ পিএম
  • ২২ জন

বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে শীর্ষ তিনে উঠে গেছেন মেহেদি হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে দলের বাজে পারফরম্যান্সের পরও  লড়াকু ইনিংসের সুবাদে উন্নতি হয়েছে মিরাজের।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। এতে দেখা যায়- মিরাজের বেশ উন্নতি হয়েছে। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন মিরাজ। ৪৩৪ ও ৩১৫ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম দুই পজিশন দখল করে আছেন ভারতীয় দুই তারকা রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১৩ রান করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১ ছক্কা ও ১০ চারে ৯৭ রানে ফেরেন কাগিসো রাবাদার বলে ক‍্যাচ দিয়ে। সপ্তম উইকেটে জাকের আলির সঙ্গে তার ১৩৮ রানের জুটিতে ইনিংস ব‍্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লিড নিতে পারে বাংলাদেশ।

এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি করেছেন মিরাজ। ৯ ধাপ এগিয়ে আছেন ৬৩তম স্থানে। ৯ ধাপ এগিয়েছেন দুই ইনিংসে ৩০ ও ৪০ রান করা মাহমুদুল হাসান জয়। এই ওপেনার আছেন ৭৫ নম্বরে।

টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। তিনি আছেন ২৬ নম্বরে।

প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়া ম্যাচে অফ স্পিনে ২ উইকেট নেওয়া মিরাজের বোলারদের র‍্যাংকিংয়ে ২ ধাপ অবনতি হয়েছে। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ২১তম স্থানে।

এ তালিকায় বাংলাদেশের সবার ওপরে আছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয়ভাগে নেন আরও তিনটি। এই পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন।

প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদের অগ্রগতি ১ ধাপ। ডানহাতি এই পেসার আছেন ৪৬তম স্থানে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com