গত ২১ আগস্ট রোজঃ বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহতা ধারণ করেছে। ভারত কর্তৃক আকস্মিক বিভিন্ন বাধ খুলে দেওয়ায় প্রবল বেগে পানি ধেয়ে আসে নোয়াখালি, ফেনি, হবিগঞ্জ, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায়। ফলে পানিবন্দি হয়ে পড়ে দেশের প্রায় ৮ জেলার মানুষ।
এমন পরিস্থিতিতে পানিবন্দি মানুষ ইঞ্জিন চালিত নৌকা ও খাদ্য সংকটে পড়েছে বলেও জানা যায়।