দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষন ও প্রবল উজানের ঢল দেখা যাচ্ছে। এমন অবস্থায় আজ রোজঃ বুধবার (২১ আগস্ট) চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।তিনি বলেন, দেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যাকবলিত হয়েছে। ৮ জেলা বন্যাকবলিত হয়েছে। প্রবল বৃষ্টিতে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে। গত রোজঃ মঙ্গলবার (২০ আগস্ট) দিনগত রাত ১২টা থেকে রোজঃ বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
বিভিন্ন জেলায় পানিবন্দি হওয়ার আশক্ষা।