বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

  • সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১০.৫১ এএম
  • ২৮ জন

আবারও ইরানকে নিয়ে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে গত কয়েক দিনে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম প্রায় চার ডলার বেড়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তেলের দাম কমেছিল। কিন্তু ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া মন্তব্য করায় বিশ্ববাজারে তেলের দাম গত দুই মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

মঙ্গলবার সকালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৬৪ ডলার ১৫ সেন্ট, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ছিল ৫৯ ডলার ৭৮ সেন্ট। এই তেলের দাম গত ৮ ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে। অন্যান্য তেলের দামও বেড়েছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে। বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী সহিংসতার অভিযোগ উঠেছে। গত সোমবার ছিল বিক্ষোভের ১৬তম দিন। সেদিন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে আজ ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে পারেন।

এদিকে, গত সোমবার ট্রাম্প বলেছেন, যে দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যে ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে।

নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরান ওপেকের অন্যতম প্রধান তেল উৎপাদক দেশ। ট্রাম্পের এ ঘোষণার পর স্বাভাবিকভাবেই তেলের বাজারে প্রভাব পড়েছে। উত্তেজনা বাড়লে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

ব্যাংকিং ও আর্থিক সেবা প্রতিষ্ঠান বার্কলেসের ধারণা, ইরানে অস্থিরতার কারণে তেলের দামে ব্যারেলপ্রতি তিন থেকে চার ডলার ভূরাজনৈতিক ঝুঁকি প্রিমিয়াম যোগ হয়েছে। অর্থাৎ ব্রেন্ট ক্রুডের দাম ৬০ ডলার থেকে ৬৪ ডলারে ওঠার পেছনে মূলত ভূরাজনৈতিক ঝুঁকি দায়ী।

একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহ নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গত সপ্তাহে ট্রাম্প বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার শর্ত সাপেক্ষে কারাকাসের নতুন সরকার যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ পাঁচ কোটি ব্যারেল তেল হস্তান্তর করতে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com