বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

পুরোনো জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল

  • সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২.০৪ পিএম
  • ৮১ জন

অনেকেই কৈশোরে তৈরি করা জিমেইল ঠিকানাই দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন। সময়ের সঙ্গে নাম বা রুচি বদলালেও ঠিকানাটি বদলানোর সুযোগ ছিল না। এবার সেই ঝামেলা কমাতে নতুন সুবিধা আনছে গুগল। গুগল ধীরে ধীরে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে। সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে এ তথ্য জানানো হয়েছে। পেজটি প্রথমে হিন্দি ভাষায় প্রকাশিত হয়, পরে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা যায়।

তবে এটি পুরোপুরি ঠিকানা বদল নয়। মূলত একটি নতুন জিমেইল ঠিকানা যোগ করার সুযোগ দেওয়া হচ্ছে। পুরোনো ঠিকানাটি থাকবে অ্যালিয়াস হিসেবে, অর্থাৎ আগের ঠিকানায় পাঠানো ইমেইলও একই ইনবক্সে পৌঁছাবে।

নতুন যোগ করা ঠিকানাটিই হবে প্রধান ঠিকানা। তবে পুরোনো ঠিকানা ব্যবহার করেও লগইন করা যাবে। ইমেইল, ছবি ও ফাইলসহ সব ডেটা অক্ষত থাকবে। কোনো তথ্য হারানোর ঝুঁকি নেই বলে জানিয়েছে গুগল।

এই সুবিধায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এক বছরে একবারের বেশি ঠিকানা পরিবর্তন করা যাবে না। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনটি নতুন ঠিকানা তৈরি করা যাবে। নির্ধারিত সংখ্যার বেশি হলে আর সুযোগ মিলবে না।

চাইলেই আবার পুরোনো ঠিকানায় ফিরে যাওয়া যাবে। সে ক্ষেত্রেও সব ডেটা অক্ষত থাকবে। তবে গুগল সতর্ক করে জানিয়েছে, কিছু ক্ষেত্রে ক্রোমওএসে সেটিংস সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে যারা কম বয়সে জিমেইল খুলেছিলেন, তাদের জন্য এই সুবিধা স্বস্তির। অনেকেই তখন কার্টুন বা গেমের নামে ঠিকানা নিয়েছিলেন, যা পরবর্তী সময়ে পেশাগত জীবনে বিব্রতকর হয়ে ওঠে। নাম পরিবর্তন করা ব্যবহারকারীরাও এতে উপকৃত হবেন।

তবে এখনো সবার জন্য এই সুবিধা চালু হয়নি। ইংরেজি ভাষার সাপোর্ট পেজেও এ সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে না। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু করা হবে এবং সময়ের সঙ্গে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।

এ বিষয়ে গুগল আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীদের মধ্যে এই পরিবর্তন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ডিজিটাল পরিচয় হালনাগাদের এই সুযোগ অনেকের জন্য সময়োপযোগী হলেও কবে নাগাদ সবাই এটি ব্যবহার করতে পারবেন, তা এখনো স্পষ্ট নয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com