স্কোরবোর্ডে ৩৭৬ রানের শক্ত ভিত নিয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছে স্বাগতিক ভারত। সেই ভিতটাকে এখন শক্ত টার্গেটে রূপ দিতে ব্যাট চালিয়ে যাচ্ছে শুভমান গিল ও রিশভ পান্ত। এরই মধ্যে একশ তুলে নিয়েছেন প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফেরা গিল এবং ৩৯ এ সাজঘরে ফেরা রিশভ পান্ত।