হাসান মাহমুদেরে বোলিং তোপে ৩৪ রানে তিন উইকেট নেই ভারতের। রোহিত শর্মা ও শুবমান গিলের পর ফিরিয়েছেন হাসান ফিরিয়েছেন বিরাট কোহলিকেও।
হাসানের বলে অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে আউট হলেন কোহলি।
এর আগে ষষ্ঠ ওভারের প্রথম বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের অধিনায়ক (১০ বলে ৬)। এবং অষ্টম ওভারে আবারো শূণ্য রানে ফিরে যান শুবমান গিল। গিল উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
তিনটি উইকেটই নিজের ঝুলিতে পুরেন পেসার হাসান মাহমুদ।