গতকাল ১৯ আগস্ট (রোজঃ সোমবার) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এ ছয় ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না এবং আগের ঋণ নবায়নও করতে পারবে না।
তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় পাঁচ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।