সিলেটের বন্দরবাজারে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।
এসময় তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ভাংচুর করা হয় অন্তত ২০টি যানবাহন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি এখনও থমথমে। ব্যবসায়ীদের দাবী, দীর্ঘদিন ধরে মার্কেটের সামনে অবৈধভাবে পার্কিংয়ের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করা হয়। অপরদিকে শ্রমিকদের দাবি, বিনা কারণে ব্যবসায়ীরা তাদের গাড়ি ভাংচুর করে।