ক্রিকেটারদের অনড় দাবির প্রেক্ষিতে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বিসিবি সভাপতির অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিবৃতিতে বিসিবি জানায়, ক্রিকেটারদের স্বার্থই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ডের অধিক্ষেত্রভুক্ত সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা রক্ষায় বিসিবি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই সংকটময় সময়ে সকল ক্রিকেটারকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে পরিচালক নাজমুল ইসলামের করা মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব তীব্র সমালোচনা করে। পরবর্তীতে ক্রিকেটারদের অবদান নিয়ে করা আরও কিছু বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্রিকেটাররা ম্যাচ বর্জনের হুমকি দেন।
এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। তবে অনিশ্চয়তার কারণে নির্ধারিত সময়েও ম্যাচ শুরু হয়নি। পরে জরুরি অনলাইন সভা শেষে বিসিবি জানায়, খেলোয়াড়েরা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে।