বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ

  • সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১১.২৯ এএম
  • ২১ জন

জাতীয় দলের ক্রিকেটারদের সম্পর্কেও একের পর এক মানহানিকর বক্তব্য দিয়ে চলেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। তার আচরণ ও অসংলগ্ন কথাবার্তার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন বুধবার রাতে এক ভিডিও কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘এম নাজমুল ইসলাম বোর্ড থেকে পদত্যাগ না করলে অথবা তাকে বোর্ড থেকে সরিয়ে না দিলে আমরা বিপিএল খেলবো না।’

এদিকে আজ বৃহস্পতিবার ঢাকায় বিপিএল ফেরার কথা। সূচি অনুযায়ী দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ে মাঠে যাওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটারই হোটেল ছেড়ে বের হননি।

ফলে বিপিএলের আজকের দিনের খেলা মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। নাজমুলের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার ঘোষণা দিয়ে টিম হোটেলে অবস্থান করছেন ক্রিকেটাররা।

এর আগে বিসিবি পরিচালক নাজমুল সংবাদ মাধ্যমকে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে খোঁজা দিয়ে কথা বলেন। তিনি বলেন, ক্রিকেটাররা খারাপ খেললে তাদের বেতন বা ফি কাটা হয় না। তাহলে বিশ্বকাপে দল না গেলে ক্রিকেটাররা কেন ক্ষতিপূরণ পাবেন। তার এমন মন্তব্যের প্রতিবাদে কোয়াব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডাকে। সেখানে কোয়াব কর্মকর্তারা বোর্ড পরিচালক নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম দেন।

ক্রিকেটারদের সম্মানি নিয়ে এম নাজমুল বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) খেলতে গিয়ে কিছুই না করতে পারলেও আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’ ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটারদের অঙ্গ বলেও মন্তব্য করেন এম নাজমুল, ‘ধরেন বোর্ডটা যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সাথে হাত। শরীর না থাকলে হাতের কোন কাজ আছে?’

তার এমন মন্তব্যের জবাবে কোয়াব সভাপতি বলেন, ‘আপনারা সবাই জানেন, ক্রিকেটারদের নিয়ে যেভাবে কথা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, সেসব কখনই গ্রহণযোগ্য নয়। প্রথমে একজনকে (তামিম) নিয়ে  বলা হয়েছে, এখন সব ক্রিকেটারকে নিয়ে বলা হচ্ছে। উনি পুরো ক্রিকেট অঙ্গনকে আহত করেছেন।’

এর আগে বোর্ড পরিচালক নাজমুল সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করেন। ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া প্রসঙ্গে ‘দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত’- মন্তব্য করেন তামিম। এর জেরে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন পরিচালক এম নাজমুল। তখনও কোয়াব এর প্রতিবাদ করে।

এদিকে, ক্রিকেটারদের নিয়ে মন্তব্যের জন্য বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, বোর্ড পরিচালক নাজমুলের বক্তব্য একান্তই ব্যক্তিগত। বোর্ড এজন্য দুঃখ প্রকাশ করছে এবং এমন মন্তব্য ক্রিকেটের চেতনার পরিপন্থী। বোর্ড তাকে কথা বলার জন্য মুখপাত্র করেনি উল্লেখ করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com