| ফাহিমা আক্তার, জবি করেসপন্ডেট
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এমডিআইসি)-এর উদ্যোগে এবং মানারাত সায়েন্স ক্লাবের সার্বিক আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তঃস্কুল ‘এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬’।
৯ ও ১০ জানুয়ারি ক্যাম্পাসে এই উৎসব বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষাকে আরও আকর্ষণীয় ও বাস্তবমুখী করে তুলতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
ফেস্টের সমাপনী দিন শনিবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল স, ম, মাহবুব-উল-আলম (অব.) বলেন, “বৈজ্ঞানিক অনুসন্ধান কখনো ইসলামী বিশ্বাসের বিপরীত নয়; বরং এটি স্রষ্টার অসীম নিদর্শনসমূহ আরও গভীরভাবে উপলব্ধি করার একটি শক্তিশালী মাধ্যম।” তিনি মুসলিম বিজ্ঞানীদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে শিক্ষার্থীদের সেই গৌরবময় উত্তরাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান। আলবার্ট আইনস্টাইনের উক্তি ও পবিত্র কুরআনের আয়াত উল্লেখ করে তিনি আরও বলেন, প্রযুক্তির অগ্রগতি যেন মানবকল্যাণ ও নৈতিক উন্নয়নের পথে ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি ঈমান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মাদ আনোয়ারুল করীমসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ তাহমীনা ইয়াসমিন, বালক ও বালিকা শাখার কো-অর্ডিনেটর এবং আয়োজক কমিটির আহ্বায়কগণ।
দুই দিনের এই উৎসবে অংশ নিয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রথম দিনে (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড, সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান, রসায়ন-জীববিজ্ঞান অলিম্পিয়াড, চেস প্রতিযোগিতা, ফান সেগমেন্ট ও টেক টক সেশন। দ্বিতীয় দিনে ছিল কম্পিউটার সায়েন্স অলিম্পিয়াড, রোবোটিক্স প্রতিযোগিতা, প্রজেক্ট ডিসপ্লে এবং বিভিন্ন সৃজনশীল ইভেন্ট। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট, রোবট ও প্রযুক্তিনির্ভর ধারণা প্রদর্শন করে সবাইকে মুগ্ধ করেছে।
আয়োজকরা জানিয়েছেন, এই ফেস্ট ভবিষ্যৎ প্রজন্মের গবেষক, উদ্ভাবক ও বিজ্ঞানমনস্ক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফটোসেশনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ভালোবাসা জাগানোর এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল।