বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় ভারত, তবু মন গলছে না বিসিবির

  • সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১১.৫৮ এএম
  • ৪০ জন

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে বিসিসিআই পড়েছে বেকায়দায়। বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে গুণতে হবে কোটি কোটি টাকা লোকসান।

বাংলাদেশ দল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায়। তবে শেষ চেষ্টা করে দেখতে চায় ভারতও। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারা দেশটি এখন গোটা বাংলাদেশ দলকে দিতে চাইছে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা, যা সাধারণত সরকারপ্রধানরা পেয়ে থাকেন। তবে তাতেও বিসিবির মন গলছে না।

দৈনিক প্রথম আলো জানিয়েছে, আইসিসির সাথে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন নিয়ে আজই হওয়ার কথা বিসিবির সভা। সেখানে আইসিসির মাধ্যমেই বাংলাদেশকে ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিবে ভারত- এমনটিই জানানো হয়েছে খবরে। তবে বিসিবিও যে এমন প্রস্তাবে রাজি হবে না, সেই নিশ্চয়তাও আছে।

সবচেয়ে বেশি প্রশংসনীয় বাংলাদেশ ও বিসিবির শক্ত অবস্থান। আইসিসি নমনীয় হয়েছে আগেই, ভেন্যু বদলেও রাজি। তবে শেষ চেষ্টা হিসেবে ভারত যে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে, আপাতদৃষ্টিতে তা এই ঘটনায় ভারতের আফসোস আর আক্ষেপের দৃশ্যই তুলে ধরছে। মুস্তাফিজ আইপিএল না খেলা এখন তাই আর শুধু কলকাতা নাইট রাইডার্স বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরই ‘দুঃখ’ নয়!

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com