| এমদাদ হোসেন রনি, ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের উদ্যোগে তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে র্যাব
কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলোকিত যাদবপুর সংগঠনের উদ্যোক্তা শহিদুল ইসলাম ও একটি বৈদেশিক সংস্থার যৌথ সহায়তায় এই কম্বল বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেন প্রধান অতিথি হিসেবে তিনশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন যাদব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কদ্দুস, মুক্তিযোদ্ধা মীর লুৎফর রহমান ও মুক্তিযোদ্ধা সালামত খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।