বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

জকসু নির্বাচন কয়েক স্তরের নিরাপত্তা বিশ্ববিদ্যালয় এলাকায়

  • সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১০.০৩ এএম
  • ৩৬ জন

| ফাহিমা আক্তার, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিচয় নিশ্চিত করে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করছেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ভোট বাক্সসহ প্রয়োজনীয় সব আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

নির্বাচন পরিচালনার জন্য ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে মোট ৩৯টি ভোটকেন্দ্র এবং ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
এদিকে ভোটকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করছেন এবং শেষ মুহূর্তে ভোট ও দোয়া চাইছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে।”

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com