ফাহিমা আক্তার, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দাবি—একটি ছাত্রসংগঠন সমর্থিত প্যানেল নির্বাচনী নিয়ম ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউটিএলের নেতারা এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন জানান, ভোটকেন্দ্রগুলো পরিদর্শনে তারা দেখেছেন, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালে শীতের প্রভাব থাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট প্যানেলের কিছু পুলিং এজেন্টের কাছে এমন ভোটার স্লিপ পাওয়া গেছে, যার পেছনের অংশে ওই প্যানেলের প্রচারণামূলক পোস্টার ছাপানো রয়েছে।
ড. বিলাল হোসাইন বলেন, ভোটার স্লিপ একটি নিরপেক্ষ নির্বাচনী উপাদান। সেখানে কোনো রাজনৈতিক বা প্যানেলভিত্তিক প্রচারণা যুক্ত করা সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল এবং ভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ইউটিএল।