ফাহিমা আক্তার | জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত হলগুলো উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ।
গত ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। সভাটি ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইউট্যাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় জনাব হামিদ বলেন, নির্বাচিত হলে তিনি নিজ দায়িত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলগুলো উদ্ধারে উদ্যোগ নেবেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন।
ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে জনাব হামিদের সহযোগিতার আশ্বাস শিক্ষক সমাজের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তিনি আরও জানান, ঢাকা-৭ ও ঢাকা-৬ আসনের সকল প্রার্থীর সঙ্গেও শিক্ষক সমাজ ধারাবাহিকভাবে যোগাযোগ রাখবে।
সভায় উপস্থিত শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হল উদ্ধারের বিষয়টি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
