সাভারের আশুলিয়ায় সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার খাগান এলাকায় ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামের একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে সংঘর্ষ ছড়িয়ে পরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়া নিয়ে ঘটনার সূত্রপাত। ওই থুথু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইসের সামনেই। এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা ও ভাঙচুর করেন।