শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

বিভিন্ন দাবিতে মধ্যরাতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০.২৭ এএম
  • ২১৪ জন

স্নাতক প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে শুক্রবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাত দুইটার পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উদ্যোগে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করে তারা।

এছাড়া ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার রাত দশটায় গাজীপুরের জয়দেবপুরের শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিমুলতলী, লালমাটি, দেশীপাড়া ইত্যাদি স্থান হতে বিক্ষোভ মিছিল নিয়ে ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা সমাবেশস্থলে জড়ো হন।

বিক্ষোভকারীরা জানান, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত ৯ সদস্যের পে অ্যান্ড সার্ভিস কমিশনের সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী নির্ধারণ করা হয় এবং তাদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমানে বুয়েটসহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী পদে তথা দশম গ্রেডে নিজেদের চাকরি করার সুযোগ চেয়ে আন্দোলন করছে।মূলত তাদের এ দাবির বিরুদ্ধেই ডিপ্লোমা প্রকৌশলীদের এ সমাবেশ।

তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৌশল সেক্টরে ডিপ্লোমা এবং বিএসসি উভয়ই প্রয়োজন। আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারগণ ডিজাইন, পরিকল্পনা, তদারকি, গবেষণা ইত্যাদি কাজ করবেন। আর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ ডিজাইন বাস্তবায়ন ও মেইনটেন্যান্স ইত্যাদি কাজ করব। আপনারা আমাদের স্থানে কিংবা আমরা আপনাদের স্থানে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই আসুন বিশৃঙ্খলা না করে মিলেমিশে দেশ গড়ি।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো-

ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষার দ্রুত আয়োজন করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদোন্নতি নিশ্চিত করে সকল প্রতিষ্ঠানে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং দেশের উন্নয়নের স্বার্থে ৫ শতাংশ পদোন্নতি প্রদান করতে হবে।

১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নস্তরের পদে নিয়োগ দেয়া বন্ধ করতে হবে।

এর আগে সম্প্রতি ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের আওয়ামী পন্থি নেতা মির্জা এটিএম গোলাম মোস্তফার ২০২৪ সালের ২০ মে’র একটি বক্তব্যের অংশবিশেষ ছড়িয়ে পড়ে। যেখানে তিনি ডিগ্রি ইঞ্জিনিয়ার সম্বোধন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলঙ্গার’ বলে বক্তব্য করেছিলেন। ওই বক্তব্যের জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে প্রতিবাদে নামে বুয়েট শিক্ষার্থীরা। এতে ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com