রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
রোববার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত পৌনে দুইটায় মৃত্যু হয় ১৪ বছর বয়সী সাহিল ফারাবি আয়ানের।
গত ২১শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
গতকাল রোববার সকাল দশটা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া আহত ও নিহতদের পরিসংখ্যানে ৩৪ জন মারা গেছে বলে জানানো হয়েছিল। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৮ জন।
প্রতিবেদনঃ বিবিসি নিউজ বাংলা