শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

নতুন বাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • সময়: শনিবার, ২১ জুন, ২০২৫, ১০.২৩ এএম
  • ৪৩৯ জন

ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ২৬ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজধানীর নতুন বাজার রাস্তায় ব্লকেড কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শনিবার সকাল সোয়া ৮টার পর থেকেই এই কর্মসূচি শুরু হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি না মানা পর্যন্ত এই ব্লকেড চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এরই মধ্যে সেখানে আইনশৃংখলাবাহিনীর সদস্যরাও জড়ো হয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের অনেকেই জুলাই আন্দোলনের যোদ্ধা। ওই আন্দোলনের সময় যেভাবে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিল, একইভাবে এখন জুলাই যোদ্ধাদের বহিষ্কার করা হয়েছে।

তারা জানান, শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় দ্রুত খোলার দাবির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও একাধিকবার বৈঠক করেছেন শিক্ষার্থীরা। তবে এখনো কোন সমাধান আসেনি।

সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ে সংস্কারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ২৬ এপ্রিল উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ইউআইইউর উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বেশি সংখ্যক শিক্ষক পদত্যাগ করেন।

উদ্ভূত পরিস্থিতিতে ২৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরই মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এ পর্যন্ত ২৬ জনকে বহিষ্কার করা হয়েছে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা পরে ২০ মে থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়, যা ঈদের ছুটির আগ পর্যন্ত বহাল ছিল। ঈদুল আজহার ছুটি শেষে ২১ জুন থেকে ফের ক্লাস শুরু হওয়ার কথা।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুটিকয়েক শিক্ষার্থীর অন্যায় এবং মবমূলক আচরণের জন্য দশ হাজারেরও বেশি শিক্ষার্থী আজ এক চরম হতাশা নিমজ্জিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সবার কাছে এজন্য দুঃখ প্রকাশ করছে।

তবে অতি শিগগিরই এইসব সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ় প্রতিজ্ঞা। স্বার্থান্বেষী কোন মহলের প্ররোচনায় বিপথে যাওয়া কিছু শিক্ষার্থীর কারণে যাতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ ব্যাহত না হয়, সে বিষয়ে আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com