কানাডা ও মেক্সিকোর ওপর কর এক মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশে ওপর ২৫ শতাংশ কর আরোপ করা হয়েছিলো। ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার হওয়ার কথা ছিলো। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
কর আরোপ স্থগিতের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেন, প্রেসিডেন্ট হিসাবে সব মার্কিন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ও আমি ঠিক সেটাই করছি। প্রাথমিক ফলাফলে আমি খুবই সন্তুষ্ট।