‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’ স্লোগান নিয়ে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের অগ্রগতি এবং উন্নয়নে একত্রে কাজ করার লক্ষ্যে, বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ বুধবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
প্রায় ৫০০ জন চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্র কর্মী, অভিনয় শিল্পীসহ চলচ্চিত্রের সঙ্গে জড়িত অনেকেই অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকরা বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্পচর্চা ও বাণিজ্যিক খাত হিসেবে গড়ে তুলতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট দশটি বিষয় উপস্থাপিত হবে। সেগুলো হলোÑ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংস্কার; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের গঠন পরিবর্তন; সিনেমা ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ই-টিকিটিং সার্ভার ও বক্স-অফিস; জাতীয় চলচ্চিত্র কেন্দ্র; টিকিট শেয়ার মানি; চলচ্চিত্র শিক্ষার প্রসার; গাজীপুর ফিল্ম সিটি; চলচ্চিত্র আমদানি-রপ্তানি উন্মুক্তকরণ; অ্যান্টি পাইরেসি সেল গঠন এবং চলচ্চিত্রে সরকারি বিনিয়োগসহ ১৮-এর বেশি সংস্কার ও কর্ম প্রস্তাবনা।
সূত্রঃ দৈনিক আমার দেশ