ম্যাচের শুরুতেই গোল হজমের পর সমতায় ফেরা। এরপর ফের পিছিয়ে পড়া এবং আত্মঘাতি গোল। লম্বা সময় হারের শঙ্কায় থাকার পর দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ৫-৪ গোলে জয়। এমনই ছিল চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার দিবাগত রাতে বেনফিকার বিপক্ষে বার্সেলোনার জয়ের প্রেক্ষাপট। এই শ্বাসরুদ্ধকর লড়াই দীর্ঘদিন মনে রাখবেন ভক্তরা সেটা বলা বাহুল্য। খোদ কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক জানালেন, এমন প্রত্যাবর্তন আগে কখনও দেখেননি তিনি।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘দুর্দান্ত একটা ম্যাচ ছিল। ম্যাচে আমাদের মানসিকতা ইতিবাচক ছিল। আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি সেটা অসাধারণ ছিল। ফুটবল আসলে এমনই। এজন্যই আমরা এই খেলাটাকে এতো ভালোবাসি। এই ধরনের প্রত্যাবর্তনে অভিজ্ঞতা আমার আগে ছিল না। এটা সত্যিই অবিশ্বাস্য ছিল।’
ফ্লিক আরও বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি। এই সময়ে বেনফিকা ভালো খেলেছে এবং গোল করেছে। ওরা আমাদে নিচে নেমে রক্ষণ সামলাতে বাধ্য করেছে। ওদের চাপে আমরা সঠিক পজিশনে খেলতে পারিনি। তবে বিরতির পর আমরা ভালো ফুটবল খেলেছি। বদলিগুলো ভালোভাবে কাজে লেগেছে।’